ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দলটির একাংশের নেতা-কর্মীরা।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব এবং বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সালামকে দেওয়া মনোনয়ন বাতিল করে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে হরিপুর উপজেলার চৌরঙ্গীবাজার চৌরাস্তায় শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ ও মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দল ঘোষিত প্রার্থী ডা. আব্দুস সালাম অতীতে সক্রিয় ছিলেন না। তাদের ভাষায়, মাঠের রাজনীতি, আন্দোলন-সংগ্রাম থেকে দূরে থাকা একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সিদ্ধান্ত। তারা আশঙ্কা করেন, প্রার্থী পরিবর্তন না হলে বিএনপি এ আসনে সাংগঠনিক ও নির্বাচনীভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

বক্তারা আরও বলেন, জেড মর্তুজা চৌধুরী তুলা ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির পরিচিত মুখ। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নির্যাতন-গ্রেপ্তার-হয়রানির মধ্যেও তিনি দলের পাশে ছিলেন এবং এলাকার নেতা-কর্মীদের আস্থার জায়গায় ছিলেন বহু বছর। তাদের দাবি, যে মানুষ দুঃসময়ে দলের ভরসা ছিল তাকে বাদ দিলে তৃণমূল ভেঙে পড়বে।

কর্মসূচিতে আরও অভিযোগ ওঠে, স্থানীয় পরিমণ্ডলে তুলার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বহুদিনের। অথচ তাকে বাদ দিয়ে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যাকে অনেক নেতাই চেনেন না। বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানান এবং তুলাকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচি হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন আলম, যুবদলের সিনিয়র সহসভাপতি আল আসকার সুজন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবরার লাবীব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মোকেসদ আলী, বেলাল, কাসেমসহ আরও অনেকে।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থী হিসেবে চিকিৎসক নেতা ডা. আব্দুস সালামের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রেদওয়ান মিলন/এএমকে