গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ নজরদিঘী কমিশনার মার্কেটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোরে আবু দাউদ নামে এক ঝুট ব্যবসায়ীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন বাড়তে থাকলে তার ফায়ার সার্ভিসে খবর দেন। কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মানুন বলেন, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোনো হতাহত নেই।

এএমকে