ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন সম্পর্কে আপন ভাই ও অপরজন তাদের বন্ধু।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন—কুষ্টিয়া জেলা কুমারখালি উপজেলার মোহাম্মাদপুর সদকি গ্রামের বাসিন্দা করিম মন্ডলের ছেলে রিমন মন্ডল (২২) ও সুমন মন্ডল (২৫)। অপরজন হলেন—রিমনের বন্ধু একই গ্রামের বাসিন্দা শাহিন আলমের ছেলে মোটরসাইকেলচালক আসিফ আলম (২২)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে ওই তিনজন ফরিদপুরের ভাঙ্গা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। মাধবপুর ব্রিজের কাছে আসার পর একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মাথায় হেলমেট না থাকায় দুই ভাই সুমন ও রিমনের মাথা থেঁতলে গিয়ে বিকৃত আকার ধারণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, রাত ১টা ২০ মিনিটের দিকে আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে মৃত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখি।

তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জহির হোসেন/এএমকে