ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রাথমিক কাঠামো চূড়ান্ত করে এ কমিটি প্রকাশ করা হয়।

নবঘোষিত কমিটিতে হাসিবুর রহমান অপু ঠাকুরকে আহ্বায়ক ও সাইফ হাসান খান (সাকিব)–কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দুই নেতা—মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন। তাদের যৌথ স্বাক্ষরের মাধ্যমে ফরিদপুর জেলা কমিটি আগামী ছয় মাসের জন্য ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সম্মুখসারীর জুলাই-যোদ্ধা। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া, সদস্য সচিব সাইফ হাসান খান সাকিব ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাসিন্দা ও ফরিদপুরের সম্মুখসারীর জুলাই-যোদ্ধা।

জেলা কমিটিতে মো. বায়োজিদ হোসেন শাহেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত রয়েছেন ১৩ জন। জিল্লুর রহমানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করে যুগ্ম সদস্য সচিব পদে রাখা হয়েছে ৮ জন। শেখ বাচ্চুসহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ১০ জন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজিদ মন্ডল। এ ছাড়া, গত ২৯ এপ্রিলে গঠিত এনসিপির ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সংগঠক সৈয়দা নীলিমা দোলাকে ১ নম্বর সদস্য করে এ পদে রাখা হয়েছে ৬৫ জন নেতাকে।

নতুন কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর এক প্রতিক্রিয়ায় বলেন, ফরিদপুরে নাগরিক উদ্যোগ ও সামাজিক উন্নয়নকে আরও শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের যুক্ত করে একটি সক্রিয় নাগরিক প্ল্যাটফর্ম গড়াই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, নাগরিক পার্টিকে ফরিদপুরে জনপ্রিয় করতে কাজ করব।

সদস্য সচিব সাইফ হাসান খান সাকিব বলেন, এই নতুন কমিটি দ্রুত সাংগঠনিক পুনর্গঠন এবং ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে উপকমিটি গঠনের কাজ শুরু করবে। একইসঙ্গে এলাকার সাধারণ মানুষের সমস্যা, নাগরিক ভোগান্তি ও সামাজিক ইস্যুগুলোকে সামনে রেখে এনসিপিকে আরও জনমুখী করা হবে। এনসিপির লক্ষ্য—নাগরিক অধিকার, সেবা ও উন্নয়ন নিশ্চিত করা।

জহির হোসেন/এএমকে