দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। দুর্নীতিবিরোধী দিবস আমাদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে সততা প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বছর 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা'-এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হচ্ছে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দমনে আমাদের একতাবদ্ধ হওয়া খুবই জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম গ্রহণ করা গেলে সমাজে ন্যায্যতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে। এ ছাড়া, আইনি কাঠামো শক্তিশালীকরণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধিকরণসহ নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করতে হবে। এ সময় তরুণ সমাজসহ সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখতে তিনি আহ্বান জানান।

রংপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, দুর্নীতি একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা, যা প্রশাসনিক সক্ষমতা দুর্বল করে এবং উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে তরুণ সমাজকে সম্পৃক্ত করে দুর্নীতিবিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে। তরুণরাই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধে প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, রংপুর জেলা প্রশাসন জনসেবা সহজীকরণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন দাপ্তরিক সেবা অনলাইনে চালু করেছে। পাশাপাশি, অভিযোগ ব্যবস্থাপনাকে জিআরএস সিস্টেমের মাধ্যমে আরও শক্তিশালী করা হয়েছে। হয়রানিমুক্ত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতে দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার প্রয়োগে তিনি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, রংপুর দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাং নুরুল হুদা, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. নাসিমা আকতার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের প্রতিনিধিসহ নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পূর্বে দিবসটি উপলক্ষে রংপুর টাউন হল চত্বর-সংলগ্ন সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে