হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১০০০ হাজার হাফেজ শিক্ষার্থীর অংশগ্রহণে ১০০ কোরআন খতম দেওয়া হয়েছে। এ সময় বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলার গৌরীপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাভীশিমুল এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন।  

এর আগে উপজেলার বিভিন্ন মাদরাসায় হাফেজি পড়ুয়া ১০০০ শিক্ষার্থী সকাল ১০টা থেকে এ কোরআন খতম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময় ছামিয়ানা টানানো একটি উন্মুক্তস্থানে যৌথভাবে কোরআন পড়া শুরু করে শিক্ষার্থীরা। এভাবে ১০০ কোরআন খতম শেষে বাদ জোহর শত শত দলীয় নেতাকর্মী এবং মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে বেগম জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।  

আহম্মেদ তায়েবুর রহমান হিরন ঢাকা পোস্টকে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বেগম খালেদা জিয়ার শুধু বিএনপির নেত্রী নন, তিনি সব দলমতের মানুষের নেত্রী। নিজের জীবনবাজী রেখে জেল-জুলুম এবং অত্যাচার সহ্য করে দেশ ও জাতির কঠিন সময়গুলোতে নেতৃত্ব দিয়েছেন। আজ নেত্রী অসুস্থ, তার জন্য দেশবাসীসহ সারা পৃথিবীর মানুষ দোয়া করছে। মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ যেন দেশনেত্রীকে আরও কিছুদিন জাতিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দান করেন।

আমান উল্লাহ আকন্দ/আরকে