সিরাজগঞ্জে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা আমির মাওলানা শাহিনুর আলম এবং তার সমর্থকদের ওপর বিএনপির তিন দফা হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সংগঠনটি কড়া সতর্কবার্তাও দিয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা সিরাজগঞ্জ সদর ও শহর জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা শহরের দরগা রোডে অবস্থিত জামায়াত কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় প্রশাসন ও সন্ত্রাসীদেরই নিতে হবে, জামায়াতে ইসলামী কোনো দায়িত্ব নেবে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত দল। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়িতে মেফতাউল উলুম কওমিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীদের ওপর তিন দফা হামলার অভিযোগ ওঠে। এতে অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নাজমুল হাসান/এআরবি