মসজিদের ভেতর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শরীয়তপুরের জাজিরায় মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর লাউখোলা গ্রামের সরদার বাড়ি জামে মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত আব্দুল মজিদ সরদার চর লাউখোলা এলাকার রমিজ উদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আপন ভাই ও ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল আব্দুল মজিদের। এ নিয়ে কিছু দিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকবার সালিস-দরবার হলেও কোনো সমাধান হয়নি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবার সঙ্গে আমার চাচাদের জমি নিয়ে বিরোধ ছিল। আজ সকালে তাকে ঘরে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে মসজিদের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে বাবাকে উদ্ধার করে।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মসজিদের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়ন দাস/আরকে