ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি, মালিক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ওয়ার্কশপ ব্যবসার আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে নুর উদ্দিন জিকু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন গহীন এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
গ্রেপ্তার জিকু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক।
বিজ্ঞাপন
জেলা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে চন্দ্রঘোনা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সঙ্গে জড়িত নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি ছিলেন। ১ ডিসেম্বর দুপুরে তার ওয়ার্কশপ থেকে একটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি ওয়ার্কশপের আড়ালে এসব অস্ত্র তৈরি করতেন। সেদিনই তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়। পালিয়ে থাকার কারণে তখন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে ৭ ডিসেম্বর সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর জগদীশপুর গ্রামের নুর উদ্দিনের বাড়ির কবরস্থান থেকে ৫টি দেশীয় একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো তার ওয়ার্কশপেই তৈরি করা হয়েছিল এবং সবই নতুন ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, নুর উদ্দিন ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি করছিল। তার দোকান ও বাড়ির কবরস্থান থেকে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় চালানো অভিযানে তাকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
হাসান মাহমুদ শাকিল/এআরবি