খুলনায় মধ্যরাতে আগুনে হার্ডবোর্ডের দোকান ভস্মীভূত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা ২২তলা ভবনের পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোনাডাঙ্গা থানার এসআই জিবেশ মন্ডল বলেন, ২২ তলা ডেল্টা ভবনের পাশে একটি দোকানে সোহেল রানা এবং জাহাঙ্গীর হাওলাদার নামে দুইজন ব্যক্তি যৌথ মালিকানায় হার্ডবোর্ড এবং ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। রাত পৌনে ১১টার দিকে ওই দোকানে আগুনের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সেখানে ফায়ার সার্ভিসের সহায়তায় এগিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ৩টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খুলনা ফায়ার সার্ভিস বয়রার ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান বলেন, রাত ১১টা ৪৮ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পান তারা। এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। এ ঘটনায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে তারা সক্ষম হয়। আগুন নির্বাপনে বয়রার ৩টি ইউনিট কাজ করেছে।

মোহাম্মদ মিলন/এএমকে