নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠলেও যে কোনো সময় তা লাইনচ্যুত হতে পারে

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনের প্রস্তুতি এগোচ্ছে, কিন্তু আস্থার সংকট এখনো কাটেনি। ট্রেন ট্র্যাকে উঠলেও যে কোনো সময় তা লাইনচ্যুত হতে পারে। যদি রাজনীতিবিদ ও প্রার্থীরা দায়িত্বহীন আচরণ করেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা রাজনীতিবিদদের হাতেই রয়েছে। তারা যদি উত্তেজনা, সহিংসতা ও কৌশলী অপচর্চা থেকে সরে আসেন, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।
তিনি বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠা না হলে প্রতিবারই জনগণকে ভোটের অধিকারের দাবিতে রাজপথে নামতে হবে, যা দীর্ঘ মেয়াদে গণতন্ত্রকে আরও দুর্বল করবে।
সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা তাদের অভিজ্ঞতা ও আশঙ্কার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও একে কেন্দ্র করেই গণতন্ত্র সীমাবদ্ধ রাখা যায় না। নির্বাচনের পর স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলাই গণতন্ত্রের মূল চ্যালেঞ্জ।
সংলাপে আরও বলা হয়, জনগণের আস্থা পুনরুদ্ধারে নির্বাচনী ব্যবস্থার সংস্কার এখন সময়ের দাবি। সেই সঙ্গে একটি নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য।
আরএআর