প্রতীকী

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (১০ জানুয়া‌রি) বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতী উপ‌জেলার সরা‌তৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হ‌লেন- কালিহাতী উপজেলার ভাবলা মধ্যপাড়া গ্রামের জামাল সরকারের ছেলে শরীফ সরকার (২৪) এবং কুচুটি গ্রামের আব্দুস সামাদের মেয়ে সাবিনা (২৩)। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, তিন বন্ধু সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ে বেড়া‌তে এসে‌ছিলেন। সেতু এলাকা থেকে ফেরার পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের সরা‌তৈল এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

আশরাফ আলী না‌মে (২৩) আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএআর