নোয়াখালীর নতুন পুলিশ সুপার শহীদুল ইসলাম
শহীদুল ইসলাম
পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. শহীদুল ইসলামকে নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেওয়া হয়।
একই সঙ্গে নোয়াখালীর এসপি আলমগীর হোসেনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ২০১৯ সালের ২১ জুন আলমগীর হোসেন নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
বিজ্ঞাপন
যোগদানের পর থেকে জেলার সবার কাছে মানবিক পুলিশ সুপার হিসেবে স্থান করে নেন আলমগীর হোসেন। সম্প্রতি তিনি সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন।
বিজ্ঞাপন
জেলায় করোনা সংক্রমণের শুরু থেকেই পুলিশ সুপার আলমগীর হোসেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছিলেন। বিশেষ করে করোনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে সহায়তা প্রদান, অসহায়দের ত্রাণ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। করোনা রোগীদের জন্য তিনি চালু করেছেন অক্সিজেন ব্যাংক।
হাসিব আল আমিন/এমএসআর