সাংবাদিক তানুকে জাগো নিউজের ফুলেল শুভেচ্ছা
জাগো নিউজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পেলেন তানভির হাসান তানু
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন জাগো নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক তানভির হাসান তানু। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি জাগো নিউজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পেলেন।
রোববার (১১ জুলাই) ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হকের পক্ষ থেকে তানভির হাসান তানুকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানাতে প্রতিষ্ঠানের ঢাকার প্রধান কার্যালয় থেকে তিনজন সংবাদকর্মী সেখানে যান।
বিজ্ঞাপন
তানভির হাসান তানুকে ফুলেল মালা পরিয়ে দেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম, নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর হোসেন ও তৌহিদুজ্জামান তন্ময়। সাংবাদিক তানুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য এ সময় জাগো নিউজের সম্পাদকের পক্ষ থেকে জেলার সব সাংবাদিককে মিষ্টি মুখ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক শাহিন ফেরদৌস, ফজলে ইমাম বুলবুলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
বিজ্ঞাপন
তানভির হাসান তানু জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, দৈনিক ইত্তেফাক এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দফতর সম্পাদক ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা থেকে যাওয়া জাগো নিউজের সংবাদকর্মীরা বলেন, তানভির হাসান তানু একা নন, আপনারা তার সঙ্গে আছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে বলেই মামলা হওয়ার ২০ ঘণ্টার মাথায় তার জামিন মঞ্জুর হয়েছে। আপনাদের একতা দেখেই জাগো নিউজের সম্পাদকের পক্ষ থেকে আজ আপনাদের কাছে এসেছি, ধন্যবাদ জানাতে। সেই সঙ্গে তানভির হাসান তানুকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সম্পাদক। আমরা আশা করব, আগামীতে তানভির হাসান তানু সত্যের পথে থেকে কাজ করে যাবেন। শুধু তানু নয়, যে কোনো সাংবাদিকের পাশে রয়েছে জাগো নিউজ।
গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক তানভীর হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু। পরে সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের নামে মামলা দায়ের করেন।
শনিবার (১০ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মামলার খোঁজখবর নিতে থানায় গেলে তানুকে গ্রেফতার করা হয়। পরে দিবাগত রাত একটার দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।
রোববার দুপুর দুইটা ৫৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তানভীর হাসান তানুকে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তানুর জামিন মঞ্জুর করেন।
মো. নাহিদ রেজা/আরএইচ