চুয়াডাঙ্গায় ঝরল আরও ৫ জনের প্রাণ
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এ সময় জেলায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৭৭ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্ত রোগী ১ হাজার ৯২৯ জন। এর মধ্যে হাসপাতালে ১২৭ জন এবং বাড়িতে রয়েছেন ১ হাজার ৮০২ জন। এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এর মধ্যে চুয়াডাঙ্গাতে মারা গেছেন ১২৪ জন এবং জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৬ জন।
বিজ্ঞাপন
রোববার (১১ জুলাই) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪৭৩ টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ১২৮ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৫৩ জন, আলমডাঙ্গায় ২৩ জন, দামুড়হুদায় ৩১ জন এবং জীবননগরে ২১ জন রয়েছেন।
এদিন নতুন করে ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়। এ নিয়ে মোট ১৭ হাজার ২০৫ জনের নমুনা পাঠানো হয়েছে। এ পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ১৬ হাজার ৭৭৫ জনের।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানায়, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সদর হাসপাতালের হলুদজোনে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা চুয়াডাঙ্গা সদর এবং জীবননগর উপজেলার বাসিন্দা।
আফজালুল হক/এসপি