মাটি কেটে নিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জজ মিয়া

নেতা-কর্মীদের সঙ্গে কোদাল দিয়ে মাটি কেটে, সেই মাটি মাথায় বহন করে রাস্তা মেরামত করলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জজ মিয়া।

শনিবার দুপুরে ইউনিয়নের খিরারচর পশ্চিম পাড়া কমিউনিটি ক্লিনিক থেকে মোবারক মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কের মাটি কাটার কাজ উদ্বোধন করেন তিনি।

স্থানীয় এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তার অবস্থা খারাপ থাকায় গ্রামের শতাধিক পরিবারের চলাচলে অনেক কষ্ট হয়েছে। রাস্তাটি মেরামতে অবশেষে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী জজ মিয়া। তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে, সেই মাটি মাথায় বহন করে রাস্তা মেরামত করে দেয়ায় আমরা আনন্দিত।

সুবিধাবঞ্চিত এ গ্রামের জনগণের ইচ্ছা পূরণে চেয়ারম্যান প্রার্থী জজ মিয়া নিজেই কোদাল দিয়ে মাটি কেটে, সেই মাটি মাথায় বহন করে রাস্তা মেরামত করে দেয়ায় অবাক হয়েছেন এলাকাবাসী।

খিরারচর পশ্চিম পাড়ার আবদুল আলীম বলেন, দেশ ও জাতির সেবায় যদি সব জনপ্রতিনিধি এভাবে এগিয়ে আসতো তাহলে দেশের চেহারা বদলে যেত।

রাস্তা মেরামত কাজের ফাঁকে এলাকাবাসীর মাঝে করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্কও বিতরণ করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জজ মিয়া। তিনি বলেন, প্রত্যেক মানুষকে তার সাধ্যমতো সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। আমরা সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিতে চাই।

স্বেচ্ছাশ্রমের কাজে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী লিটন সিদ্দিকী, স্থানীয় বাসিন্দা শামিম, হানিফ, আল আমিন, তানভীর প্রমুখ।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এবং দিনক্ষণ ঘোষণা না হলেও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় পোস্টার-প্রচারপত্রের মাধ্যমে চেয়ারম্যান পদে আগাম প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জজ মিয়া।

এসপি