মহেশখালীতে যুবককে কুপিয়ে হত্যা
আহত আব্দুল গফুরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান
কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল গফুর (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল গফুর উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
নিহতের পরিবারের দাবি, পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল ওই এলাকার অছিউর রহমানের ছেলে ইউসুফ জালালসহ কয়েকজনের সঙ্গে। তারা নিহত আবদুল গফুরের উপর ক্ষিপ্ত ছিল। সোমবার সকালে এর জের ধরে তারা তাকে কুপিয়ে আহত করে। কোপে মারাত্মক জখম হয় আবদুল গফুর। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো করে। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়ার পথে মারা যান আবদুল গফুর।
নিহত গফুরের বাবা ফিরোজ মিয়া ঢাকা পোস্টকে বলেন, পাশে একটি আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল।এক পর্যায়ে সকালে আমার ছেলে গফুরকে তারা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ছেলে হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানা পুলিশের ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল ঢাকা পোস্টকে বলেন, বড় মহেশখালী ইউনিয়নে আবদুল গফুর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসপি