কারখানার গেটে তালা, শ্রমিকদের বিক্ষোভ
আশুলিয়ায় ৬ দফা দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা
সাভারের আশুলিয়ায় ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার (১১ জানুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
শ্রমিকরা জানায়, আমরা প্রায় ৩০০ শ্রমিক আইরিশ গ্রুপের ওমরফু সোয়েটার লিমিটেড কারখানায় চাকরি করে আসছিলাম। কারখানা কর্তৃপক্ষ ডিসেম্বর মাস থেকে জানুয়ারির ১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী গত ২ জানুয়ারি কাজে গেলে কারখানার গেটে তালা দেখতে পেয়ে ফিরে আসেন তারা। পরে আজ ৬ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন।
বিজ্ঞাপন
তাদের দাবিগুলো হলো-বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে, হাজিরা বোনাস দিতে হবে, মাতৃত্বকালীন ছুটির টাকা প্রদান করতে হবে, বাৎসরিক ছুটির টাকা দিতে হবে, কোন শ্রমিক ছাঁটাই করলে আইনানুগ পাওনাদি পরিশোধ করতে হবে এবং শ্রমিকদের বহিরাগত মাস্তান দিয়ে ভয়-ভীতি দেখানো বন্ধ করতে হবে।
ভুক্তভোগী শ্রমিক রোকসানা বেগম বলেন, আমাদের ঠকিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তারা ডিসেম্বর মাস ছুটি দিয়ে পরবর্তীতে আর কারখানা খুলে দেয়নি। ডিসেম্বর মাসের বেতনও দেয়নি। আমরা খুব কষ্টে আছি। বাড়ি ভাড়া ও দোকান বিল পরিশোধ করতে না পেরে বিভিন্ন অপমান সহ্য করতে হচ্ছে। আমরা অবিলম্বে কারখানা খুলে দেওয়ার জোর দাবি জানাই।
বিজ্ঞাপন
এ ব্যাপারে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, কারখানা ছুটি দিয়ে পরবর্তীতে খুলে না দেওয়া অত্যন্ত অমানবিক। আমি অবলম্বে কারখানা খুলে দেওয়ার দাবি জানাই।
এসপি