ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে লটারির মাধ্যমে ঘর বণ্টন করা হচ্ছে

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের চলমান গৃহনির্মাণ কার্যক্রমের উপকারভোগীদের ঘর নির্বাচনবিষয়ক লটারি অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলা মিলনায়তনে এই গৃহ নির্বাচনের লটারি অনুষ্ঠিত হয়।

ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মামুন আল ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের গৃহ নির্বাচনের লটারি বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় বক্তারা বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এর আওতায় ভোলা জেলায় ৫২০টি পরিবারকে প্রাথমিকভাবে যাদের একেবারে জমি নেই ঘর নেই, যারা অসহায় যেমন প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, বিধবা, নদীভাঙা, পঙ্গু―এ ধরনের গরিব মানুষ, যাদের জমিও নেই, ঘরও নেই, তাদের ২ শতাংশ জায়গার ওপর দুই কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। এটা প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ। এই উদ্যোগে বাস্তবায়ন করতে কাজ করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খান, ভোলা সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা জিয়ারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, প্রতিটি ঘরের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলা জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫২০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো বিতরণ করা হবে।

এনএ