প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আ.লীগ নেতাসহ নিহত ২
নিহত মোহাম্মদ আলী
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা ও সিএনজিচালক নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে ও শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী (৩৫) গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। সিএনজিচালক এমদাদুল হক (২৫) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চরমনপুরা গ্রামের আলী আহমদের ছেলে।
বিজ্ঞাপন
সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিবু সরকার বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এতে মোহাম্মদ আলী নিহত হন। গাড়ির একমাত্র আরোহী ছিলেন তিনি। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান মোহাম্মদ আলী।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছার আগেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তার মাথা ও দুই হাতে ক্ষত চিহ্ন ছিল। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে তার।
এদিকে সিরাজদিখান উপজেলায় সিএনজি ও পিকআপভ্যানের সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের ঢাকা-নবাবগঞ্জ সড়কের খারশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেখনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ঢাকাগামী সিএনজির সঙ্গে বিপরীতমুখী পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক এমদাদুল হক গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এএম