সুসম্পর্ক স্থাপনে বিজিবি-বিএসএফের সাইকেল র্যালি
মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানস-ল্যান্ডে মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ সময় পেট্রাপোল-বেনাপোল সীমান্তের নো-ম্যানস-ল্যান্ডে সাইকেল র্যালি দলকে সংবর্ধনা জানায় বিএসএফ।সোমবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে দুদেশের নো-ম্যানস-ল্যান্ডে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সাইকেল র্যালির উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর সম্মান প্রদর্শন এবং বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক স্থাপনের অংশ হিসেবে এ সাইকেল র্যালির আয়োজন করেছে বিএসএফ। সাইকেল র্যালিতে ১৭ জন অংশ নেবেন। র্যালির নেতৃত্ব দেবেন বিএসএফের আইজি অশ্বিনি কুমার।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক সেলিম রেজা বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এই মৈত্রী সাইকেল র্যালি ১০ জানুয়ারি কলকাতার বশিরহাট ভারতীয় সীমান্ত পিলার ১ নম্বর থেকে যাত্রা শুরু করে। সোমবার উদ্বোধনের মধ্য দিয়ে তা ১৭ মার্চ পর্যন্ত চলবে। চার হাজার ৯৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের মিজোরাম সীমান্ত গিয়ে শেষ হবে এই যাত্রা।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উপলেক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সাইকেল র্যালির আয়োজন করেছে। এ আয়োজনের মধ্য দিয়ে বিজিবি-বিএসএফের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে।
বিএসএফের এডিজি আপিএস পংকজ কুমার শিং বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ভুলে যাওয়ার নয়। বঙ্গবন্ধু ও মুজিব বর্ষকে স্মরণ করতে এই সাইকেল র্যালির আয়োজন। আমাদের এই সাইকেল র্যালি কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত বাংলাদেশ ও ভারতের ৪৯৬ কিলোমিটার সীমান্ত এলাকা পরিদর্শন করবে। ভারতের বিএসএফ কর্তৃক মুজিব বর্ষ পালন ও সাইকেল র্যালির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফ-বিজিবির সুসম্পর্ক গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, বিএসএফের অতিরিক্ত উপমহাপরিচালক পঙ্কজ কুমার, ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি ডেপুটি কমিশনার তৌফিক হাসান, বিজিবির ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরী ও ১৭৯ বিএসএফের অধিনায়ক শ্রী অরুণ কুমার।
এএম