উপজেলার বুরুঙ্গী এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া, বুরুঙ্গী, চন্দনপাঠ, কচুয়া ও গাছাবাড়ী গ্রামের দুই হাজার কৃষকের জমিতে জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকা-সান্তাহার-রংপুর-লালমনিরহাট রেলপথের সাঘাটা উপজেলার বুরুঙ্গী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে কচুয়া ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে কচুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবর রহমান বলেন, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া, বুরুঙ্গী, চন্দনপাঠ, কচুয়া ও গাছাবাড়ী গ্রামের পাশে অবস্থিত বুরুঙ্গী বিলে দুই হাজার পরিবারের ফসলি জমি আছে।

প্রতিবছর বন্যায় এই বিলে জমে থাকা পানিনিষ্কাশনব্যবস্থা না থাকায় ক্ষতির মুখে আছে এ বিলের ফসলি জমি। অনেক সময় চাষাবাদ করলে বৃষ্টিতে পানি জমে ফসলের ক্ষতি হয়। তাই বিলটির খননসহ পানিনিষ্কাশনব্যবস্থা করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় স্কুলশিক্ষক আসাদুল ইসলাম, কচুয়া ইউপি সদস্য তাজুল ইসলাম, আইয়ুব হোসেন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, হাফিজার রহমান, শাজাহান আলী প্রমুখ।

এনএ