এমপিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, আইসিটি অ্যাক্টে যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল মন্তব্য ও কটূক্তির অভিযোগে রহমত আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার পৌর এলাকার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রহমত শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় মহল্লার মহসীন মিস্ত্রির ছেলে।
বিজ্ঞাপন
শিবগঞ্জ থানা পুলিশের অফিসার-ইনচার্জ ওসি ফরিদ হোসেন মুঠোফোনে ঢাকা পোস্টকে জানান, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নিয়ে সম্প্রতি ফেসবুকে অশ্লীল মন্তব্য ও কটূক্তির করে স্ট্যাটাস দেয় রহমত আলী। এরই প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে রহমত আলীসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমেদ সোহেল।
ওসি আরও বলেন, মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রহমত আলীকে সোমবার (১৯ জুলাই) সকালে আটক করে আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের আটকের অভিযান চলছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে মামলার বাদী শিবগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সোহেল ঢাকা পোস্টকে জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলসহ তার পরিবার নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়া হয়েছে। এতে এমপির ও আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই একজন ছাত্রলীগের কর্মী হিসেবে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি। স্ট্যাটাস দেয়ার অপরাধে একজন ও কমেন্টে বাজে মন্তব্য করার অপরাধে আরও ৫ জনকে আসামি করা হয়েছে।
মো. জাহাঙ্গীর আলম/এমএএস