পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজের সাত দিন পর রায়হান ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) দুপুরে পাকশী হার্ডিং ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রায়হান উপজেলার সাঁড়া ইউনিয়নের শেখেরচক গ্রামের নূর মুহাম্মাদের ছেলে। তিনি বাবার সঙ্গে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

এর আগে গত মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে একটি ডিঙি নৌকা নিয়ে পদ্মা নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে যান রায়হান। মাছ ধরার একপর্যায়ে ঢেউয়ের কারণে ডিঙি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন রায়হান। এরপর ওইদিন দুপুরে ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরি দল এসে ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরদিন বুধবার (১৪ জুলাই) বিকেলে ডুবুরি দল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে।

ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার জহিরুল ইসলাম বাবু বলেন, নদীতে প্রচুর স্রোত থাকায় ডুবে যাওয়া স্থান থেকে দূরে চলে যায় ওই যুবক। প্রথমদিনে ডুবুরি দল বিষয়টি বুঝতে পেরেছিল। এরপরও পরিবারের অনুরোধে পরদিনও ডুবুরি দল তলিয়ে যাওয়া স্থানে তাকে খোঁজার চেষ্টা করে। সর্বশেষ আজ নদীতে ওই যুবকের মরদেহ ভেসে ওঠে।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। রায়হানের পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেছে। 

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন এসে শনাক্ত করেছে। তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাকিব হাসনাত/আরএআর