রংপুর সদর দপ্তরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়

রংপুরে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী পাঁচ শিক্ষার্থীকে এককালীন অর্থ ও শিক্ষা সহায়ক উপকরণ দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৩-এর রংপুর সদর দপ্তরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে এককালীন ১০ হাজার টাকা, একটি করে স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় বই বিতরণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে র‌্যাব-১৩ অত্যন্ত আনন্দিত। কারণ, আজকের মেধাবীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। দেশকে এগিয়ে নেবেন। এ জন্য সবার মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে আঁকড়ে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হবে।

রেজা আহমেদ, অধিনায়ক ও কমান্ডার, র‌্যাব-১৩

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রত্যেককে দেশের ও সমাজের জন্য নিজের মেধাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে র‌্যাব-১৩ প্রধান রেজা আহমেদ ফেরদৌস বলেন, মেধা, মনোবল আর সাহস থাকলে সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আজ যারা দরিদ্র ও অভাবী, তারা একদিন অনেক বড় হবে। যদি মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেন তারা। সুশিক্ষার চেয়ে বড় কোনো সম্পদ নেই। সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে, যাতে দেশ, জাতি ও সমাজ উপকৃত হয়।

রেজা আহমেদ বলেন, সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে র‌্যাব-১৩ অত্যন্ত আনন্দিত। কারণ, আজকের মেধাবীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। দেশকে এগিয়ে নেবেন। এ জন্য সবার মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে আঁকড়ে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হবে।

এ সময় অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ ও ব্যাটালিয়নের অন্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মুজিব জন্মশত উদযাপনে র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও জনকল্যাণমূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে র‌্যাব-১৩।

এনএ