কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছা বাসস্ট্যান্ডসহ পৃথক কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৯ জুলাই) দুপুরে  র‌্যাব-১১ এর সিপিসি-২  কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।

আটকরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মো. রুকন মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২০), একই গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মো. আকাশ (১৯), নিশ্চিন্তপুর বাগমারা গ্রামের মো. মোবারকের ছেলে মো. আলমগীর (২০), কুমিল্লার কোতোয়ালি থানার গোবিন্দপুর গ্রামের পরদেশ আহম্মেদ ভূইয়ার ছেলে মো. তৌফিকুর রহমান মারুফ আবির (১৯), শাসনগাছা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মো. রুবেল (৩১), একই গ্রামের শাহ আলমের ছেলে মো. রনি (৩৩), কুমিল্লার বুড়িচং থানার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল জুলহাস মিয়ার ছেলে মো. ওহিদ মিয়া (৫০), ইছাপুর গ্রামের মৃত হাজী আসমত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫), একই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে মো. আমির হোসেন (৪০), চাঁদপুরের কচুয়া থানার আসাদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. জিহান হোসেন (২০) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মো. আব্দুল আলী (৩২),

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,  কুমিল্লা নগরীর  জাঙ্গালিয়া, শাসনগাছা বাসস্ট্যান্ড ও  বুড়িচং ভরসার বাজারে অভিযান পরিচালানা করে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১১টি ভুয়া রসিদ বইসহ চাঁদাবাজির ১৯ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দীর্ঘদিন ধরে সাধারণ পরিবহন চালকদের ভয়-ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবহনে চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরএআর