চুয়াডাঙ্গায় প্রাণঘাতী করোনায় মৃত্যুর হার উদ্বেগজনক হারে বেড়েই চলছিল। সেখান থেকে গত দুই দিনে অনেকটা কমে এসেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন।

এর আগে গত ১৬ জুলাই ১০ জন, ১৭ জুলাই ৮ জন, ১৮ জুলাই ৮ জন এবং ১৯ জুলাই ৫ জন করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু হয়েছিল।

এ নিয়ে চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৩ জনে। এর মধ্যে জেলায় মারা গেছেন ১৪৬ জন এবং জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৭ জন।

২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও নতুন ৭৯ জন করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫১৪ জনে। এদিন সুস্থ হয়েছেন ১৩৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন।

শনাক্ত ৭৯ জনের মধ্যে সদর উপজেলার ৩৫ জন, আলমডাঙ্গা উপজেলার ১২ জন, দামুড়হুদা উপজেলার ১৮ জন ও জীবননগদর উপজেলার ১৪ জন।

সোমবার (১৯ জুলাই) রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৫৬ জন। এর মধ্যে নিজ বাড়িতে ১ হাজার ৯৩৮ জন ও হাসপাতালে আছেন ১১৮ জন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার ২৯৬ জনসহ মোট ২০ হাজার ৮৭ জনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছেন। এদিন নতুন ৩৫৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলসহ মোট ফলাফল পাওয়া গেছে ১৯ হাজার ৮৮২ জনের।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, সোমবার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এদিন উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

আফজাল/এনএ