রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাক ও থ্রি-হুইলারের মু‌খোমু‌খি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ জুলাই) রাত সা‌ড়ে ১২টার দি‌কে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘ‌টে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী।

নিহত তিনজন হলেন ইসহাক শেখ (৩৫), তার মেয়ে শিখা (১০) ও ছেলে আব্দুল মা‌লেক (৫)। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়ে‌ছে। তবে থ্রি-হুইলারের চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিহত ব্যক্তিরা কু‌ষ্টিয়া জেলার কুমারখা‌লী উপ‌জেলার বা‌সিন্দা। নিহত ইসহাক শেখ সাভা‌রের এক‌টি পোশাক কারখানায় কাজ কর‌তেন।

স্থানীয়রা ব‌লেন, রা‌তে দৌলত‌দিয়া থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি থ্রি-হুইলার (মা‌হেন্দ্র) পাংশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছা‌লে বিপরীত দি‌ক থে‌কে ছে‌ড়ে আসা এক‌টি ট্রা‌কের সঙ্গে সংঘ‌র্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

পাংশা ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার র‌য়েল আহ‌ম্মেদ ঢাকা পোস্টকে ব‌লেন, ঘটনা‌টি জানার পর দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁছে উদ্ধার করি। ঘটনাস্থ‌লেই দুজন নিহত হয়। হাসপাতা‌লে নেওয়ার পর আরও একজন মারা যায়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঢাকা পোস্টকে বলেন, নিহত-আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। ঈদ উদযাপন করার জন্য তারা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পাংশা বাসস্ট্যান্ড এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। নিহতদের মর‌দেহ কু‌ষ্টিয়া হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটকে করা যায়নি বলে জানান তিনি।

মীর সামসুজ্জামান/এনএ