প্রতীক পেয়েই প্রচারণায় ৫১ প্রার্থী
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচন। নির্বাচন সামনে রেখে সোমবার (১১ জানুয়ারি) মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে প্রতীক পাওয়ার পরপরই মাঠে প্রচারণায় নেমেছেন সব দলের প্রার্থীরা।
বিজ্ঞাপন
নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্গাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় স্থানীয় এমপি ছবি বিশ্বাস, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, ৩০ জানুয়ারি দুর্গাপুর পৌরসভা নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন মো. আলাউদ্দিন আলাল, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. জামাল উদ্দিন, সিপিবি মনোনীত প্রার্থী কাস্তে প্রতীক পেয়েছেন মো. শামছুল আলম খান ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীক পেয়েছেন মুহাম্মাদ আব্দুল মান্নান। তবে স্বতন্ত্র কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেননি।
এ ছাড়া নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৯। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৬৪ ও নারী ভোটার ১০ হাজার ৩৫৫।
এনএ