সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টায় পাটকেলঘাটা সদরের বলফিল্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক সুভাষ কর্মকার (৭৫) খলিশখালী ইউনিয়নের বাগমারা গ্রামে। তিনি খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস স্কুলশিক্ষককে ধাক্কা দেয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এ ঘটনায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এমএসআর