ফরিদপুরে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে ৪ এবং উপসর্গে ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৫ জন। এক দিনে ৪৮০ নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ২৫৯ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত ৭ জনের মধ্যে ফরিদপুরের ৬ ও রাজবাড়ীর ১ জন রয়েছেন।
বিজ্ঞাপন
করোনায় মৃত্যু হওয়া ৪ জন হলেন ভাঙ্গার আসমা বেগম (৪০), সদরপুরের পান্নু মৃধা (৪৯) বোয়ালমারীর নিলুফা ইয়াসমিন (৫৭) ও রাজবাড়ীর বালিয়াকান্দির বৈদ্যনাথ দাস (৬৫)।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১৬৭ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৯, ভাঙ্গায় ১৭, বোযালমারীতে ৫, নগরকান্দায় ৬, মধুখালীতে ১৯, সদরপুরে ২২, চরভদ্রাসনে ১০, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ৭৭ জন রয়েছেন। বাকি ৯ জন শনাক্ত হয়েছেন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
বিজ্ঞাপন
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৮১ জন।
এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২১৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৪৫ জন।
এমএসআর