গাড়ি ভাড়া না থাকা স্কুলছাত্র পেল বাইসাইকেল
স্কুলছাত্র শারপিন খান পেল বাইসাইকেল
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের উত্তরাটি গ্রামের হতদরিদ্র কৃষক সোহেল খানের ছেলে স্কুলছাত্র শারপিন খান (১৩)। অভাব-অনটনের সংসারে বহু কষ্টে মেধাবী শারপিনের লেখাপড়া চালিয়ে যাচ্ছে তার পরিবার।
পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ অর্জনসহ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শারপিনের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ হয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টি তাদের বাড়ি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত। এ অবস্থায় দরিদ্র পরিবারের স্বপ্ন পূরণ করতে অদম্য ইচ্ছা নিয়ে ওই বিদ্যালয়ে ভর্তি হয় শারপিন। গত দুই বছর যাবত প্রতিনিয়ত আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যায় শারপিন। সে বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ছে। তবে গাড়ি ভাড়া যোগাড় করতে না পারায় প্রায় দিনই স্কুলে অনুপস্থিত থাকতো শারপিন।
বিজ্ঞাপন
সম্প্রতি দরিদ্র পরিবারের এই শিক্ষার্থীর প্রতিদিনের দীর্ঘ পথ যাতায়াতের বিষয়টি ‘ছায়া শীতল পল্লী গ্রুপ’ নামে ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী একটি সংগঠনের কর্মীদের চোখে পড়ে।
স্কুলছাত্র শারপিনের কষ্ট লাঘবে পাশে দাঁড়ায় সংগঠনটি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলছাত্র শারপিন খানের হাতে ছায়া শীতল পল্লী গ্রুপের এডমিন আয়েশ উদ্দিন ভূইয়া সংগঠনটির পক্ষ থেকে আট হাজার টাকা মূল্যের হিরো মডেলের নতুন একটি বাইসাইকেল তুলে দেন ।
বিজ্ঞাপন
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিন খান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, তপন চন্দ্র ভদ্র, স্বেচ্ছাসেবী মামুনুল কবির খান হলি, গগডা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইকুল ইসলাম, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু, স্কুলছাত্র শারপিন খানের বাবা সোহেল খান উপস্থিত ছিলেন।
নতুন বাইসাইকেল উপহার পেয়ে দারুণ খুশি স্কুলছাত্র শারপিন ও তার বাবা সোহেল খান।
শারপিন খান বলে, এতদিন আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে এসেছি। গাড়ি ভাড়া না দিতে পাড়ায় প্রায় দিনই স্কুলে যেতে পারিনি। তবে এখন থেকে স্কুলে যেতে আর সমস্যা হবে।
শারপিনের বাবা সোহেল খান বলেন, আমি গরিব মানুষ আমি। অভাবের সংসার। মেধাবী ছেলেটাকে পড়াশোনা করানোর খুব ইচ্ছা। তাই সরকারি স্কুলে ভর্তি করেছি। কিন্তু স্কুল অনেক দূরে হওয়ায় যাওয়া-আসা করতে খুব অসুবিধা হচ্ছিল। তবে সাইকেলটি পাওয়ায় আমার ছেলের অনেক বড় উপকার হয়েছে। এ জন্য ছায়া শীতল পল্লী গ্রুপের প্রতি কৃতজ্ঞতা।
এ বিষয়ে ছায়া শীতল পল্লী গ্রুপের এডমিন আয়েশ উদ্দিন ভূইয়ার বলেন, শারপিন একজন মেধাবী ছাত্র। সে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে লেখাপড়া চালিয়ে আসছে। আমরা তার যাতায়াতের দুর্ভোগ কমাতে একটি বাইসাইকেল উপহার দিয়ে তার পাশে থাকার চেষ্টা করেছি।
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিন খান বলেন, র পরিবারে অভাব-অনটন সত্ত্বেও শারপিন পড়াশোনায় খুব ভালো। আগামীতে সে সকলের মুখ উজ্জ্বল করবে।
আরএআর