রাজবাড়ী দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি দুটি পয়েন্টে এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়া এই দুটি পয়েন্ট হলো রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম পয়েন্ট।

তবে রাজবাড়ী সদর উপজেলার মাহেন্দ্রপুর পয়েন্টে পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে পানি উন্নয়ন বোর্ড থেকে এসব তথ্য জানা যায়।

পানি উন্নয়ন বোর্ডে সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে  ও পাংশার সেনগ্রাম পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে এখনো বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টের পদ্মার পানি।

এদিকে রাজবাড়ীতে বন্যার পূর্বাভাস রয়েছে বলে জানা গেছে। পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। তবে বাঁধের বাইরের নিম্নাঞ্চলের ফসলি জমি ও বসতি এলাকায় পানি প্রবেশ করেছে। ফলে ভোগান্তি পড়ছেন নিম্নাঞ্চলের মানুষ।

জানা যায়, প্রতিবছর বন্যার শুরুতে প্লাবিত হয় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়নের বিভিন্ন এলাকা। এছাড়া বন্যার পানিত প্লাবিত হয় রাজবাড়ী সদরের বরাট, মিজানপুর, চন্দনী, খানগঞ্জ এবং কালুখালীর রতনদিয়া, কালীকাপুর ও পাংশার হাবাসপুরের ইউনিয়নের বিভিন্ন এলাকা।

ওই সব এলাকার ফসলি জমি, বসতবাড়ি, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। দেখা দেয় পানিবাহিত রোগসহ বিশুদ্ধ খাবার পানি ও গবাদিপশুর খাদ্যসংকট। এ সময় অসহায় ও দরিদ্র পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ ঢাকা পোস্টকে বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মীর সামসুজ্জামান/এমএসআর