ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে দুই এবং উপসর্গে দুইজন রয়েছেন। জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৪ জন। একই সময়ে ৩৭৭ নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১১৭ জনে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত চারজনের মধ্যে ফরিদপুরের তিনজন এবং মাদারীপুরের একজন রয়েছেন।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৯৯ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১৩, ভাঙ্গায় ২৩, বোয়ালমারীতে তিন, নগরকান্দায় এক,  মধুখালীতে নয়, সদরপুরে চার এবং ফরিদপুর সদরে ৪৬ জন রয়েছেন। বাকি চারজনের শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (১৯ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৩৬ জন। এর মধ্যে করোনায় শনাক্ত ৯৬ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি  হয়েছেন ১৫ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৮৪ জন।

এমএসআর