আতিকুর রহমান মোর্শেদ

টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বাসায় অ‌ভিযান চা‌লি‌য়ে দুই‌টি পিস্তল ও ছয় রাউন্ড গু‌লিসহ তা‌কে গ্রেফতার করেছে পু‌লিশ। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বি‌কে‌লের দি‌কে শহরের বিশ্বাস বেতকার এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার করা হয়। পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, শহরের সাবা‌লিয়া এলাকার সৈয়দ আ‌শিকুর রহমান আ‌শি‌কের অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশার‌ফের নেতৃ‌ত্বে টাঙ্গাইল ক্লাব রোড থে‌কে কাউ‌ন্সিলর আতিকুরকে গ্রেফতার করা হয়।

এরপর জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট আহসান মাহমুদ রা‌সে‌লের নেতৃ‌ত্বে বিশ্বাস বেতকা এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় কাউ‌ন্সিল‌রের শয়নকক্ষ থে‌কে বস্তায় মোড়া‌নো ব্যাগ থে‌কে এক‌টি ৯ এমএম পিস্তল, এক‌টি ৭.৬২ পিস্তল, ৬ রাউন্ড গু‌লি ও দুই‌টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এর আ‌গে বৃহস্পতিবার (১৯ আগস্ট) শহ‌রের সাবা‌লিয়া এলাকার আ‌শিকুর রহমান আ‌শিক বাদী হ‌য়ে কাউ‌ন্সিলর ও আ‌রও ৫ জ‌নের নাম উ‌ল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জ‌নের না‌মে সদর থানায় চাঁদাবা‌জির মামলা ক‌রেন।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, কাউ‌ন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১০/১২টি মামলা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন এক যুবক।

অভিজিৎ ঘোষ/এমএসআর