ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর সেতুতে সংস্কার কাজ চলায় একটি লেন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট এড়াতে উত্তরাঞ্চল থেকে আসা চালকরা প্রবেশ করছে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়ক দিয়ে। অতিরিক্ত গাড়ির চাপে এ সড়কেও যানজট দেখা দিয়েছে। ছোট্ট সেতুর অর্ধাংশ বন্ধ হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে আশার কথা হলো ছোট গাড়ির জন্য লেনটি শনিবার (১৬ জানুয়ারি) খুলে দেওয়া হতে পারে। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৫০ বছর আগে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের সালেহপুর সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির মেয়াদকাল শেষের দিকে চলে আসায় ঢাকাগামী লেনের নিচে গার্ডারে ফাটল দেখা যায়। সেতুটির ঢাকাগামী লেনে চারটি গার্ডারে ফাটল দেখা দিয়েছে। দ্রুত দৃশ্যমান সংস্কার কাজ শুরু হবে। যার জন্য প্রতিনিয়ত বিশেষজ্ঞ দল সেতুটি পরিদর্শন করছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান।

তিনি বলেন, সেতুটিতে কী ধরনের কাজ করা হবে এ বিষয়ে আমরা গতকাল অনলাইন মিটিং করেছি। আমাদের দুটি টিম সব সময় সেতুটি পর্যবেক্ষণ করছে। দুইভাবে সেতুর সংস্কার কাজ শুরু হতে পারে।  শুক্রবার দুপুর থেকেই দৃশ্যমান কাজ শুরু হবে। কাজ শুরু হলে আগামীকাল থেকেই ছোট গাড়ির জন্য লেনটি খুলে দেয়া হতে পারে। তবে পুরো সেতুর কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে অন্তত ২০ দিন। 

অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, এই সেতু প্রায় ৫০ বছর আগে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন অতিরিক্ত লোডের কারণে এমনটি হয়েছে। এই সেতুর পাশ দিয়ে চার লেনের সেতু নির্মাণ করা হবে। যেটি প্রক্রিয়াধীন রয়েছে।

তবে মহাসড়কটিতে দুপুরে ধীরগতি ও ছোট ছোট যানজট থাকলেও সকাল-বিকেল যানজটের মাত্রা বেড়ে যায়। বর্তমানে সেতুটির গোড়ায় দুই থেকে আড়াই কিলোমিটার যানজট রয়েছে। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রাও বেড়ে যেতে পারে। 

ট্রাকচালক মোমিন বলেন, গতকাল দুই মিনিটের পথ তিন ঘণ্টায় পারি দিয়েছি। আজ সকালে তেমন যানজট ছিল না। আমরা খুবই ভোগান্তিতে আছি। ২০ দিন এই অবস্থা থাকলে বাসায় বসে থাকতে হবে। আর গাড়ি নিয়েই বের হবো না।

পথচারী আক্কাস আলী বলেন, সেতুটি দীর্ঘদিন আগের। আমি তো ছোটকাল থেকেই দেখে আসছি। দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নজরে এসেছে। সেতুর কাজ চলায় একটু ভোগান্তি হচ্ছে। তবে ভোগান্তির পরেই পথ প্রশস্ত হবে বলে বিশ্বাস করি। ছোট ছোট গাড়ি আগামীকাল থেকে ছেড়ে দিলে যানজট হ্রাস পাবে বলে মনে করি। 

এ ব্যাপারে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অ্যাডমিন আব্দুস সালাম বলেন, বর্তমানে সাভারের কোনো সড়কে যানজট নেই। তবে সালেহপুর সেতুর এক লেন বন্ধ থাকায় সেতুর গোড়ায় হালকা যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে যানজট নিরসনে কাজ চলছে। 

আরএআর