নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত এবং হেজু মিয়া (১৮) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার ঠেঙ্গাচরের পশ্চিম পাশের এলাকার মেঘনা নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। 

নিহত হেজু মিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের বেচু মিয়ার ছেলে। এর আগে বুধবার (১৮ আগস্ট)  দিবাগত রাত ১টার দিকে  উপজেলার ঠেঙ্গাচরের পশ্চিমে মেঘনা নদীতে ১৩ জন মাঝিমাল্লাসহ প্রবল স্রোতের কবলে পড়ে আব্দুল বাতেনের মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলারটি।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন নলচিরা ঘাটের নৌপুলিশ ইনচার্জ ইয়ার আলী। তিনি বলেন, হাতিয়া থেকে রাতের দিকে মাছ শিকারের জন্য ১৩ জন মাঝিমাল্লাসহ মেঘনা নদীতে যায় একটি ট্রলার। এ সময় ট্রলারটি মেঘনা নদীর ঠেঙ্গাচরের পশ্চিমে পৌঁছালে বৈরী আবহাওয়া ও স্রোতের কবলে পড়ে। ১৩ জন মাঝিমাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। 

তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার ট্রলারে থাকা ১২ জেলেকে পার্শ্ববর্তী মাছ ধরার কয়েকটি ট্রলার জীবিত উদ্ধার করে। এ সময় হেজু মিয়া নামে এক জেলে নিখোঁজ হন। নলচিরাঘাট নৌপুলিশ খবর পেয়ে ওই জেলের মরদেহ উদ্ধার করে।

হাসিব আল আমিন/এমএসআর