ভাসমান নৌকায় আগুনে পুড়ল ঘুমন্ত মাঝি
নিকলীর শিংপুরে ধনু নদীতীরে নৌকা বেঁধে নৌকায় ঘুমিয়ে পড়েন মাঝি
মেলা শেষে বাড়ি ফেরা হলো না মাঝি জহুর উদ্দিনের। নৌকায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেলেন তিনি। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর ধনু নদীর ঘাটে ভাসমান নৌকায় আগুন লেগে ঘুমন্ত অবস্থায় জহুর উদ্দিন (৪২) ও তার ছেলে বাপ্পিসহ পাঁচজন আহত হয় । এ আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান জহুর উদ্দিন।
আহতদের উদ্ধার করে প্রথমে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তাদের অবস্থা অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
বিজ্ঞাপন
নিহত নৌকার মাঝি জহুর উদ্দিন নিকলী উপজেলা সদর ইউনিয়নের মগলহাটি গ্রামের করিম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন— নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি মিয়া (১৩), নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম (২৫), একই এলাকার ইসরাফিলের ছেলে তারেক মিয়া (২৩) ও উপজেলার সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (২৬)।
বিজ্ঞাপন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিকলীর শিংপুরে ধনু নদীর তীরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) একদিনের একটি গ্রামীণ মেলা বসেছিল। সেই মেলায় দোকান নিয়ে এসেছিল জহুর উদ্দিন ও তার লোকজন। অনেক রাতে মেলা শেষ হওয়ার রাতে আর বাড়ি ফেরেননি তারা। ঘাটে নৌকা বেঁধে নৌকায় ঘুমিয়ে পড়েন সবাই।
শুক্রবার সকালে তাদের নৌকায় আগুন দেখত পায় এলাকাবাসী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত। পরে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে।
নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসআর