চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু
ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান
চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিকুর রহমান রোহিত (২০) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আশিকুর রহমান বাকলিয়া থানার ডিসি রোডের বাসিন্দা। তিনি নগরীর এমইএস কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন। মাদকের বিরুদ্ধে পোস্টারিংয়ের সময় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
ছাত্রলীগ কর্মীর মৃত্যুর প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবিতে বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার দেওয়ান বাজারের কেডিএস গলিতে পূর্বশত্রুতার জেরে এবং মাদক সংক্রান্ত বিরোধে আশিকুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। শুক্রবার তার মৃত্যু হয়েছে। এর সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
ওসি নেজাম উদ্দিন বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন আশিকুর রহমানের বড় ভাই জাহিদুর রহমান। মামলার আসামিরা হলেন সাহাবু প্রকাশ কালা সাহাবু (২৬), মো.বাবু (২১) ও মো .মহিউদ্দিন (৩৫)।
রোহিতের বড় ভাই জাহিদুর রহমান বলেন, ৫ জানুয়ারি স্থানীয় ক্রীড়া সংগঠন মা মনি ক্লাবের পক্ষ থেকে এলাকায় মাদকবিরোধী পোস্টারিং করে আশিকুর রহমান। এসব পোস্টার মামলার আসামিরা ছিঁড়ে ফেলতে গেলে আশিক বাধা দেয়। সেদিন তাকে দেখে নেয়ার হুমকি দেন আসামিরা।
জাহিদুর রহমান বলেন, শুক্রবার বিকেলে পরিকল্পিতভাবে আশিকের ওপর হামলা চালান মামলার আসামিরা। এ সময় আশিকের পেটে ও পিঠে মারাত্মকভাবে ছুরির আঘাত করেন তারা। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়। আদিন পর সকালে আমার ভাই মারা যায়। আমি ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।
এএম