আহত বোরহান উদ্দিন ও পারভিন বেগম

চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর গ্রামে বৃদ্ধ মা-বাবাকে মারধর করে হাত ভেঙে শরীরে ব্যাটারির অ্যাসিড পানি নিক্ষেপ করেছেন তাদের ছেলে ও ছেলের বউ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বোরহান উদ্দিন (৬৫) ও পারভিন বেগমকে (৪৫) বেদম মারধরের শিকার হন ছোট ছেলে নুরে আলম (৩৫) ও তার স্ত্রী নিশু বেগমের (২৫) হাতে।

এ ব্যাপারে আহত বোরহান উদ্দিন জানান, আমি ও আমার স্ত্রী বিকেলে ভাত খাচ্ছিলাম। হঠাৎ আমার ছেলে ও বউ রান্না করার চুলায় ধোঁয়া হচ্ছে নিয়ে বকাঝকা করার এক পর্যায়ে লাঠি দিয়ে আমাদের এলোপাতাড়ি মারতে থাকে এবং অটোরিকশার ব্যাটারি অ্যাসিড পানি নিয়ে আমাদের মুখে নিক্ষেপ করে ঘর থেকে বের করে দেয়।

ভুক্তভোগীরা মারধর ও অ্যাসিড পানি নিক্ষেপ প্রসঙ্গে শুক্রবার থানায় অভিযোগ করেছেন। আমরা পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মোহাম্মদ শহীদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

আহত পারভিন বেগম বলেন, অ্যাসিডের পানি নিক্ষেপ করায় আমাদের মুখে কালো দাগ এবং শরীরের বিভিন্ন অংশে ফুলে গেছে। এ ছাড়া আমার একটি হাত ভেঙে যায়। থানায় অভিযোগ করেছি। আমরা প্রশাসনের কাছে ছেলে ও ছেলের বউয়ের বিচার দাবি করছি।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফরুক ঢাকা পোস্টকে জানান, বৃদ্ধ বোরহান ও তার স্ত্রী আমার কাছে এসেছে, আমি তাদের মুখে অ্যাসিডের দাগ দেখে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি।

ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন এ বিষয়ে ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীরা মারধর ও অ্যাসিড পানি নিক্ষেপ প্রসঙ্গে শুক্রবার থানায় অভিযোগ করেছেন। আমরা পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এনএ