২০ হাজার টাকায় করোনা সনদ দিতেন কামরুল
দালাল চক্রের সদস্য কামরুল ইসলাম
নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিস-সংলগ্ন এলাকা থেকে করোনা সনদ জালিয়াতি চক্রের এক দালালকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।
বিজ্ঞাপন
আটক মো. কামরুল ইসলাম (২৮) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত মো. আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দালাল চক্রের সদস্য কামরুল দীর্ঘদিন ধরে বিদেশগামী যাত্রীদের করোনা রিপোর্টের সনদ পজিটিভকে নেগেটিভ করা ও দ্রুত সনদ দেওয়ার কথা বলে সনদ প্রার্থীদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিতেন। গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য পৌঁছালে তথ্যের ভিত্তিতে সোমবার সকালে তাকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, করোনার সনদ পজিটিভ থেকে নেগেটিভ করে দেবে, এই ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে কামরুল ইসলামকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/এনএ