ক্রান্তিকালে দেশের জন্য ছাত্রলীগ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সাভার উপজেলা হল রুমে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

এনামুর রহমান বলেন, ছাত্রলীগের মতো এত বড় ছাত্রসংগঠন বিশ্বে আর নেই। তারা রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। এমন সক্রিয় ছাত্রসংগঠন বিশ্বে আর একটিও নেই। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে ছাত্রলীগ একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট জিয়াউর রহমানসহ খন্দকার মোস্তাকের নেতৃত্বে  বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়। একই পদ্ধতিতে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ও ছেলে তারেক জিয়া শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিলেন। এ কারণে কোনো অবস্থাতেই বিএনপি-জামায়াতের কাউকেই আওয়ামী লীগে প্রবেশ করতে দেওয়া হবে না। তাদের থেকে সজাগ থাকতে হবে। 

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন। 

মাহিদুল ইসলাম/আরএআর