কেসিসির ৬০৪ কোটি টাকার বাজেট ঘোষণা ২৬ আগস্ট
খুলনা সিটি করেপোরেশনের (কেসিসি) ২০২১-২২ অর্থবছরের বাজেট আগামী বৃহস্পতিবার (২৬ আগস্ট) ঘোষণা করা হবে। সোমবার (২৩ আগস্ট) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ৮ম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কেসিসির অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ গাউসুল আজম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, কেসিসি ২০২১-২২ অর্থবছরের ৬০৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রস্তুত করা হয়েছে। ২৬ আগস্ট বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ বাজেট ঘোষণা করবেন।
এর আগে ২০২০-২১ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৫০৪ কোটি টাকা। যার বাস্তবায়ন হয়েছিল শতকরা ৮০ ভাগ বলে কেসিসির সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
নগরভবনে সোমবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বিশ্বজুড়ে করোনার কারণে উন্নয়ন প্রকল্পে দাতাগোষ্ঠীর অর্থায়ন হ্রাস পেয়েছে। তা সত্ত্বেও খুলনা মহানগরীতে বিদেশি সহায়তায় কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও বলেন, নগরবাসীর কাঙ্ক্ষিতসেবা প্রদানের জন্য আধুনিক খুলনা গড়াই আমাদের মূল লক্ষ্য। সে লক্ষ্য অর্জনে নগরজুড়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি নতুন নতুন বাস্তবমুখী উন্নয়ন প্রকল্পও প্রণয়ন করা হচ্ছে।
কেসিসির মেয়র প্যানেলের সদস্য আমিনুল ইসলাম মুন্না, আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিলন/এমএসআর