রাজবাড়ীতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
রাজবাড়ী সদর উপজেলার চরধুঞ্চি গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। শিশুরা হলো ওই গ্রামের মনির চৌধুরীর ছেলে আলিফ (২) ও রমজান ফকিরের মেয়ে রুমাইসা (২)। তারা মামাতো ও ফুপাতো ভাইবোন।
জানা যায়, আলিফ ও রুমাইসার বাড়ি পাশাপাশি। সন্ধ্যায় তারা বাড়িসংলগ্ন পুকুরের পাশে খেলা করছিল। হঠাৎ তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তার পরিবারের লোকজন তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন ঢাকা পোস্টকে বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যরা যাচ্ছে।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/এমএসআর