গাজীপুরের শ্রীপুরে এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষের পর ৩৮ জনকে ছাঁটাই করা হয়েছে। এ ঘটনায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (২২ আগস্ট) শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় তারা আল আমিন নামের এক কর্মকর্তাকে মারধর করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানার উৎপাদন কর্মকর্তা আল আমিন কারণে-অকারণে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও মজুরি কম দেওয়া, অতিরিক্ত কাজের মজুরি না দেওয়া, দুপুরের খাবারের সুযোগ না দেওয়াসহ নানা অভিযোগ এনে তারা এ বিক্ষোভ করেন।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কাজী ইকবাল হোসেন বলেন, সিসিটিভি ক্যামেরা দেখে আন্দোলনরত শ্রমিকদের মধ্য থেকে ৩৮ জনের তালিকা তৈরি করে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা আন্দোলন উসকে দেওয়াসহ কর্মকর্তাকে মারধর ও ভাঙচুর করেছেন।

তিনি আরও বলেন, এছাড়া আন্দোলন ও কর্মকর্তাকে মারধরে আরও কেউ জড়িত আছে কি না, তা বের করা হচ্ছে। পরবর্তী বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের শ্রীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন বলেন, শ্রমিক বিক্ষোভের পর ৩৮ জন বরখাস্তের একটি তালিকা পেয়েছি। বিশৃঙ্খলা এড়াতে কারখানায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শিহাব খান/এমএসআর