মোটরসাইকেল প্রতিযোগিতায় পা হারানো কলেজছাত্রের মৃত্যু
নিহত তুষার
দুটি মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হন বন্ধুরা। একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তুষার (২০) নামে এক কলেজছাত্রের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাম পা।
অনেক খোঁজাখুঁজির পর রাস্তার পাশের নালা থেকে তার পা উদ্ধার করে পরিবার। অবশেষে পা হারানো তুষার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন। রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নিহত তুষারের চাচা সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আবু তালহা সরকার।
নিহত তুষার সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামের আবদুস সালামের ছোট ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ আগস্ট) সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র উল্লাপাড়া উপজেলার সরাতৈল গ্রামের শরিফুল ইসলাম তালুকদারের ছেলে বায়জিদ হোসেন ও তার তিন বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে করে উল্লাপাড়া থেকে তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামের আরেক বন্ধু নুরুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। পরে নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে বিনসাড়া গ্রামের আরেক বন্ধু তুষারকে নিয়ে তারা তিনজন করে দুটি মোটরসাইকেলে মোট ছয়জন চেপে সারাদিন এলাকায় ঘোরাঘুরি করেন।
রাত ১২টার দিকে বন্ধু নুরুল ইসলামের বাড়িতে রাতের খাবার খেয়ে তারা ধূমপান করার জন্য স্থানীয় বিনসাড়া বাজারে আসেন। কিন্তু সেই বাজারে তাদের পছন্দের সিগারেট না পাওয়ায় বিনসাড়া বাজার থেকে দুই কিলোমিটার উত্তরে ধোপাগাড়ী বাজারে সিগারেট কেনার উদ্দেশ্যে রওনা দেন তারা। এ সময় তারা কে কত দ্রুত মোটরসাইকেল চালিয়ে অল্প সময়ে ধোপাগাড়ী বাজারে পৌঁছাতে পারেন সেই প্রতিযোগিতা শুরু করেন।
এভাবে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বায়জিদের মোটরসাইকেলে থাকা তুষার ও নুরুল ইসলামসহ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেঁঙ্গুয়ারী গ্রামের একটি তাল গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই পাশের খালে পড়ে যান। তারা গুরুতর আহত হওয়ার পাশাপাশি তুষারের বাম পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
অন্যদিকে শনিবার (২৮ আগস্ট) দুপুরে তুষারের স্বজনরা দুর্ঘটনাস্থলের খাল থেকে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তুষারের বিচ্ছিন্ন হওয়া বাম পা উদ্ধার করেন। অন্যদিকে হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিচ্ছিন্ন পাসহ মুমূর্ষু অবস্থায় শজিমেক হাসপাতাল থেকে তুষারকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুভ কুমার ঘোষ/আরএআর