রাজবাড়ীতে পদ্মার পানি হু হু করে বাড়ছে। গত কয়েকদিনে পানি কমতে থাকলেও উজান থেকে নেমে আসা ঢলে তা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পয়েন্টেই পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, সকাল ৬টায় পরিমাপ করা তথ্য অনুযায়ী, গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সদরের মাহেন্দ্রপুর পয়েন্টে পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপরে রয়েছে।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল, বিস্তীর্ণ চরাঞ্চল ও বেড়িবাঁধের আশপাশের নিচু এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করেছে।পানি বৃদ্ধি পাওয়াতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে পদ্মাপারের মানুষের মধ্যে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ ঢাকা পোস্টকে বলেন, সিরাজগঞ্জের দিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়াতে পদ্মার পানিও বেড়েছে। এতে নতুন করে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক ঢাকা পোস্টকে বলেন, জেলায় ১৩টি ইউনিয়নের ৩০টি গ্রামের ৮ হাজার পানিবন্দি পরিবারের তালিকা পেয়েছি। তালিকা অনুযায়ী তাদের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।

মীর সামসুজ্জামান/এসপি