ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে নাসির উদ্দিন (৪৫) ও ওয়াজি উল্লাহ (২৬)।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে রওনা দেয় দুই ভাই। তারা ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। পরে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। একইসঙ্গে ট্রাকটি শনাক্তসহ মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

মাহিদুল মাহিদ/এসপি