ট্রেনে চড়ে সিলেটে এলো দুই রোহিঙ্গা শিশু
চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে বের হয়ে ট্রেনে চড়ে সিলেট এসেছে দুই রোহিঙ্গা শিশু। খবর পেয়ে বুধবার (০১ সেপ্টেম্বর) রাত ১টায় নগরের নাইওরপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নাইওরপুল এলাকার মানুষ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায়। পরে কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এই সময় আদালত তাদের দুইজনকে আবার ক্যাম্পে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে রোহিঙ্গা শিশু দুটিকে আটক করি। দুপুরে আদালত ২ শিশুকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য নির্দেশ দেন। আমরা তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করছি।
বিজ্ঞাপন
তুহিন আহমদ/এমএসআর