৬ ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
পটুয়াখালীতে দীর্ঘ ছয় ঘণ্টা পর আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও বাস মালিকদের সভা থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা, বাস মালিক আশরাফ হাওলাদার, মিজানুর রহমান, শামিম মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা বলেন, কোনো ব্যাটারিচালিত অটোরিকশা, টমটম, ভটভটি থ্রি-হুইলার মহাসড়কে চালতে পারবে না মর্মে হাই কোর্টের নির্দেশনা রয়েছে। বাস মালিক সমিতি থেকে এ নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মহাদয়ের কাছে দাবি তোলা হয়। তিনি আগে যে নিয়মে মহাসড়কে গাড়ি চলাচল করেছে সেভাবেই চলবে বলে ঘোষণা দেন। ফলে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন বাস মালিকরা।
এর আগে বেলা ১১ টায় অবৈধ তিন চাকার যানবাহন অটোরিকশা, টমটম, ভটভটি চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়ে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ কুয়াকাটাগামী পর্যটকরা। পরে পুলিশ সড়ক থেকে বাস সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বভাবিক হয়। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
মুহিবুল্লাহ চৌধুরী/আরএআর
বিজ্ঞাপন